“আপনারা অনেক Honest”

Recommendations & Reviews

আমার ঈদ উপহার। যা আমি হাতে পাই ঈদের অনেক পরে। এই পরে পাওয়ার যে কত লম্বা ইতিহাস। যাকগে ঐ দিকে না যাই। তবে আমি মন থেকে অনেক অনেক কৃতজ্ঞ এই ভ্যালেন্টিনা ফ্যাশান হাউজ পেজটির প্রতি। আমি অনেক পছন্দ করে প্রথমে এই ঘড়িটা কিনি যা কোন একদিন রাস্তায় আমার হাত থেকে খুলে পরে হারিয়ে যায়। আমি মনে হয় ৭ দিনও ঘড়িটা পরতে পারি নাই। পরবর্তীতে আমার দুঃখের কথা যখন ভ্যালেন্টিনার ইনবক্সে শেয়ার করি তারা তখন আমাকে এই ঘড়িটিই উপহার দেয়ার প্রতিস্রুতি দেয়। আমিতো প্রথমে ভেবেছিলাম এমনি হয়তো আমাকে শান্তনা দিতে বলছে। কিন্তু পরে যখন তাদের এই ঘড়িটা আবার রিস্টক হয় তখন আমার জন্য ঠিকি তারা উপহার সরূপ পাঠিয়ে দেয়।

এর মধ্যে দেঙ্গু হয়ে হাসপাতালে থাকায় সঠিক সময়ে পার্সেলটা হাতে পাই নাই ওটা আমার নিয়তি ছিল। কিন্তু আজ আমি অনেক Happy. Thank you Valentina for the such a lovely gift. আপনারা অনেক Honest.”


Older Post Newer Post